আশাশুনির বুধহাটায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

0
409

মইনুল ইসলাম, আশাশুনি(সাতক্ষীরা) থেকে:
আশাশুনি উপজেলার বুধহাটায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন হয়েছে। রবিবার বিকালে বুধহাটা বাজারের বাসষ্ট্যান্ড তিন রাস্তার মোড়ে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় ডাচ্-বাংলা ব্যাংকের সকল শাখার ও সকল একাউন্টের টাকা জমা ও উত্তোলন এটিএম কার্ড সম্পর্কীত লেনদেন, সঞ্চায়ী হিসাব, এফডিআর, ডিপিএস, চলতি হিসাব সুবিধা, ফাস্ট ট্রাক ও এটিএম বুথ সুবিধাসহ এজেন্ট ব্যাংকিং এর সকল সেবার প্রত্যয় নিয়ে এ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং সাতক্ষীরার এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান। বুধহাটা শাখা ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিবিএল এজেন্ট ব্যাংকিং সাতক্ষীরার সেল্স ম্যানেজার মোঃ জাকির হোসেন, শাখা অফিসার খলিলুর রহমান ও খালিদ সাইফুল্লাহ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্স ক্লাব সেক্রেটারী সোহরাব হোসেন, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানা, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এস কে হাসান, কাদাকাটি আরার মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাফিউল্লাহ বাদশা, গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিমেষ রায়, কুন্দুড়িয়া পিএন মাধ্যঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রজেন্দ্র রায়, মোঃ রায়হানুজ্জামান প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদেও পেশ ইমাম মাওঃ আব্দুল আলিম।