আশাশুনিতে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

0
243

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সোমবার সকালে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। সুপার সাইক্লোন আম্ফানে পাউবোর ভেড়ী বাঁধ ভেঙ্গে ইউনিয়নের অধিকাংশ মানুষ ঘরবাড়ি হারা হয়ে মানবেতর জীবন যাপন করে আসছিল গত ৩ মাস। কোন রকমে রিং বাধ দিয়ে বাকী অংশের মানুষদেরকে সে যাত্রা রক্ষা করা সম্ভব হয়েছিল। কিন্তু ‘মরার উপর খাড়ার ঘা’ হিসাবে হাজির হয়েছে কপোতাক্ষ নদের অস্বাভাবিক জলরাশি। গত বৃহস্পতিবার ও শুক্রবার নদীর প্রচুর পানির চাপে রিং বাঁধ ভেঙ্গে পুরো ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষের খোজ খবর নিতে এবং বাঁধ রক্ষার জন্য করনীয়তা নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তিনি স্পীড বোড যোগে প্রতাপনগর, মনিপুর, নাকনা, কুগিকাহুনিয়া ভভয়মগন কবলিত এলাকায় গমন করে সেখানের অবস্থা স্বচক্ষে দেখেন এবং এলাকার প্লাবিত মানুষের সাথে কথা বলেন। তাৎক্ষণিক ভাবে এলাকার মানুষের সহযোগিতার জন্য ১৩ মেঃ টন চাউল বরাদ্দের কথা ঘোষণা করেন। ইউনিয়নের ৮ হাজার ১১৮ টি খানার ৩৬ সহ¯্রাধিক মানুষের দুর্গতি লাঘবে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলে আশ^াস প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।