আশাশুনিতে একজন করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

0
402

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের সঞ্জয় গাইন নামের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। রবিবার বিকেলে তার শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়া যাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি, তার বাবার বাড়ি ও পাশের একটি বাড়ি লকডাউন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও অন্যন্য সদস্যবৃন্দ, আশাশুনি থানা পুলিশের সদস্যবৃন্দ, উপস্থিত ছিলেন। লকডাউনকৃত বাড়িতে গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবকদের সমন্বয়ে ২৮ ঘন্টা পাহারার ব্যবস্থা করা হয়েছে, ইউপি চেয়ারম্যানকে সার্বক্ষনিক খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তাদের স্বাস্থ্য চেক করা হবে ও পরিবারের অন্যান্য সদস্যদের করোনা টেস্টের জন্য নমুনা করা হবে, উপজেলা প্রশাসন হতে সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।