আশাশুনিতে ঋণ গ্রহীতাকে মারপিটের অভিযোগ

0
369

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে সুদের টাকা না পেয়ে ঋণ গ্রহীতাকে মারপিট ও বাচুরসহ গাভী ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ঘটনা ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নে।
আহত ঋণ গ্রহীতা বাইনতলা গ্রামের জোনাব মোল্যার পুত্র অসহায় নজরুল মোল্যা হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় জানান, তার স্ত্রী গত ৪ মাস পূর্বে পার্শ্ববর্তী পেশাদার সুদখোর মফিজুল মোল্যার নিকট থেকে ১০ হাজার টাকা ঋণ গ্রহন করে। কথা ছিল কাউকে বলা যাবেনা এবং প্রতি মাসে ৮% হারে সুদ দিতে হবে। অসহায় নজরুল মোল্যা ঐ টাকা দিয়ে এক টুকরা জমি চাষ ও পালার জন্য ছাগল ক্রয় করেন। এরই মধ্যে শুরু হয় মহামারি করোনা ভাইরাস। কোন কাজ কর্ম না করতে পেরে ৮% হারে মাসিক ৮০০ টাকা করে দু’মাসের ১৬০০ টাকা সুদ গুণতে ব্যর্থ হন তিনি। ফলে ক্ষিপ্ত হয়ে সুদখোর মফিজুল মোল্যা বুধবার ইফতার পূর্ব বিকালে নজরুল মোল্যার বাড়ী গিয়ে তাকে না পেয়ে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। নজরুল বিলে গরু আনতে গেছে বলার পর মফিজুল নজরুলের স্ত্রী ছাদিয়াকে সাথে নিয়ে বিলে গিয়ে নজরুলের দায়িত্বে থাকা তার বোনের গাভীসহ বাচুর ধরে নিয়ে যেতে থাকেন। বাধা দিলে নজরুল ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে গেলে হুমকি দিতে দিতে চলে যায়। গুরুতর আহত নজরুলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।