আ’লীগে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই : শেখ জুয়েল

0
2025

খবর বিজ্ঞপ্তি : খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল বলেছেন, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের আওয়ামী লীগে স্থান নেই। যারা অন্যের জমি দখল করে জনভোগান্তির সৃষ্টি করবে তাদের বিষয়ে কঠোর অবস্থান নেয়া হবে। যদি দলের নাম ভাঙ্গিয়ে কেউ জমি দখল, মাদক ব্যবসা চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকা- করবে তাদের আইনে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি সর্তক করে দিয়ে বলেন, যারা প্রজন্ম দেশ ও জাতির ক্ষতি করে তারা আওয়ামী লীগের কেউ নয়। সুতরাং এ ধরনের ব্যক্তিরা এখনই আওয়ামী লীগ থেকে বিদায় নিয়ে অন্যত্র চলে যেতে পারেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা নারী পুরুষ নির্বিশেষে সকলকে বোঝাতে হবে। তাদের বুঝিয়ে নৌকার পক্ষে ভোট সংগ্রহ করতে হবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নৌকার বিজয় ছিনিয়ে এনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, মহানগর আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর যুবলীগ আহবায়ক এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা, মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর মাহমুদা বেগম, টিএম আরিফ, আব্দুস সালাম ঢালী, শহীদ আলী, শেখ জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম ফারাজী, রবিউল ইসলাম বাবু।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. সুলতানা রহমান শিল্পী, টিএম আরিফ, শেখ ফারুক হাসান হিটলু, মনিরুজ্জামান সাগর, চ. ম. মুজিবর রহমান, মুন্সি আইয়ুব আলী, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটন, মো. মোতালেব মিয়া, সরদার আলমগীর, শেখ মোহাম্মদ আলী, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. জেসমিন সুলতানা জলি, নুরজাহান রুমি, এ্যাড. রোজী, নয়মী বিশ্বাস সাথী, শাহ মো. জাকিউর রহমান জাকির, এস এম আসাদুজ্জামান রাসেল, এস এম আকিল উদ্দিন, মো. আমির হোসেন, মুন্সি নাহিদুজ্জামান, মো. কামরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মো. সিরাজুল ইসলাম, মোস্তাক আহমেদ টুটুল, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, লাভলী আলমগীর, রুম্মান আহমেদ, মোজাফফর হোসেন, মোক্তার হোসেন, আকবর আলী, রুহুল আমিন খান, তোতা মিয়া ব্যাপারী, অধ্যাপক আকবর আলী, মো. শওকত হোসেন, এস এম সাহিদুর রহমান সাঈদ, আব্দুর রাজ্জাক হাওলাদার, শেখ আসলাম উদ্দিন, খোন্দকার জাহাঙ্গীর আলম, শেখ ইলিয়াছ, মো. জাকারিয়া, কামরুল করিম বাবু, জয়নাল আবেদীন তিলু, মো. শের আলী শেরবাগ, ইউসুফ আলী সরদার, মো. জাহিদুল সরদার, মো. নুর ইসলাম, জহুর আলী, মো. শামসুল হুদা, জনি খান, শুভ, ফিরোজ হোসেন ফিরোন, মিলন, মেহজাবিন খান, খাদিজা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময়ে ওয়ার্ডে বিভিন্ন সংগঠন থেকে নৌকার ফুল দিয়ে অভিবাদন জানানো হয়।