আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে রুশ যুদ্ধজাহাজের ধাওয়া

0
303

খুলনাটাইমস ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের পিছু ধাওয়া করেছে রাশিয়ার যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার উত্তর আরব সাগরে মার্কিন যুদ্ধজাহাজের দিকে ‘আক্রমণাত্মকভাবে’ এগিয়ে গিয়েছিলো রুশ যুদ্ধজাহাজটি।
মার্কিন নৌবাহিনী শুক্রবার অভিযোগ করেছে, রাশিয়ার ওই যুদ্ধজাহাজটি মার্কিন জাহাজ থেকে পাঠানো সতর্কতাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। অন্যদিকে পাল্টা অভিযোগে রাশিয়া বলছে, মধ্যপ্রাচ্যের পানিসীমায় বিপজ্জনক কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র।
এ ঘটনার ভিডিওতে দেখা গেছে, রুশ যুদ্ধজাহাজটি দ্রুত গতিতে যুদ্ধংদেহীভাবে যুক্তরাষ্ট্রের ইউএসএস ফ্যারাগাটের দিকে এগিয়ে আসে। এতে রণতরীটি প্রায় ১৮০ ফুটের মধ্যে চলে এসেছিল। এরপর সেটির চলার গতি পরিবর্তন করে।
এটাই মার্কিন ও রাশিয়ান সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার সর্বশেষ ঘটনা বলে জানিয়েছে সিএনএন। এর মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পেতে পারে বলেও জানিয়েছে মার্কিন নৌবাহিনী। সূত্র : সিএনএন ও এনবিসি নিউজ।