আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রয়াত্ব আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীদের পৌষ্যদের অবস্থান ধর্মঘট

0
214
Exif_JPEG_420

ফুলবাড়ীগেট প্রতিনিধি: আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রয়াত্ব আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীরা মজুরী কমিশন সহ ১১দফা দাবীতে ২য় পর্যায় বৃহস্পতিবার ৫ম দিনের মত আমরণ গণ-অনশন কর্মসূচী পালন করছে। এদিকে অনশন চলাকালে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিক কর্মচারীদের সন্তানেরা বিভিন্ন প্লাকার্ড নিয়ে আলিম জুট মিলস্ থেকে মিছিল সহকারে ইষ্টার্ণ জুটমিলের প্রধান ফটকের সামনে আলিম ও ইষ্টার্ণ জুটমিল শ্রমিক কর্মচারীদের অনশন চলাকালে ইষ্টান জুট মিল শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। এসময় প্রায় ৪০ মিনিট খুলনা যশোর মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। অনশন চলাকালে আলিম জুট মিলের সিবিএ সভাপতি মোঃ সাইফুল ইসলাম লিটুর সভাপতিত্বে বক্তৃতা করেন মোঃ ইউসুফ আলী, মোঃ আলম হোসেন,মোঃ আমিরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, আঃ হক মহলদার, হাফেজ আঃ সালাম, আমিরুল ইসলাম, ইজদান আলী, মোজাম্মেল হক, হাসান শরীফ, আঃ রশিদ, আকসার আলী, আঃ মজিদ মোল্ল্যা, শেখ জাকারিয়া, সর্দার আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম আকুন্জি, শেখ শামিমুল ইসলাম, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আলতাফ হোসেন, হাফিজুর রহমান,বদর উদ্দিন বিশ্বাস, নাজমুল হক প্রমুখ। এদিকে অনশন চলাকালে আলিম ও ইষ্টার্ণ জুট মিলের ৪জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া অনশন চলাকালে অনশন ক্যাম্পে অবস্থিত মেডিকেল ক্যাম্পে বৃহস্পতিবার সন্ধা ৬টা পর্যন্ত ৭জন শ্রমিককে শরীরে স্যালাইন দেয়া হয় ও ৫৯ জন শ্রমিক কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।