আটরা শিল্পাঞ্চলের রাজপথ-রেলপথ অবরোধ শুক্রবার শ্রমিক জনসভায় নতুন কর্মসুচি

0
498

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খুূলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মুজুরী কমিশন বাস্তবায়, বদলী শ্রমিক স্থায়ীকরন, বকেয়া মজুরী প্রদানসহ ১১ দফা দাবীতে পুর্বঘোষিত কর্মসুচির অংশ হিসাবে রাষ্ট্রায়ত্ত ইষ্টার্ণ ও আলীম জুট মিলের শ্রমিকরা গতকাল রবিবার চার ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসুচি আটরা শিল্পাঞ্চল এলাকায় পালন করেন। খুলনার রাষ্ট্রায়ত্ত জুট মিল গুলোর শ্রমিকরা সকাল ৮টার থেকে ১২টা পর্যন্ত কয়েকটি পয়েন্টে অবস্থান করে অবরোধ করে রাখেন। সকাল ৮টায় খুলনা যশোর মহাসড়কের আটরা শিল্পঞ্চল এলাকার ইষ্টার্ণ জুট মিল এবং আলীম জুট মিলস মধ্যবর্তি  স্থানে দু’মিলের শ্রমিকরা সড়কের উপর অবস্থান করে যৌথ ভাবে অবরোধ কর্মসুচি পালন করে। অবরোধে ঢাকার যশোরের সাথে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় সড়কের দুইপাশে যানবাহন গুলো ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকে। অবরোধ চলাকালে আলীম জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি সরদার আঃ হামিদের সভাপতিত্বে বক্তৃতা করেন পরিষদের কার্যকারী সভাপতি মোঃ সোহরাব হোসন, ইষ্টার্ণ জুট মিলের সেক্রেটারী এস এম জাকির হোসেন, ইষ্টার্ণ জুট মিলের সভাপতি মোঃ আলাউদ্দিন, আলীম জুট মিলের সেক্রেটারী সাইফুল ইসলাম লিটু, ইষ্টার্ণ জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক ইজদান আলী, ইষ্টার্ণ জুট মিলের সাবেক সভাপতি হুমাউন কবির, আলীম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক আঃ রশিদ, মোঃ আনোয়ার হোসেন, বাবুল রেজা সহ শ্রমিক নেতৃবৃন্দ। অবরোধের ফলে খুলনা যশোর মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এ সময় দূর দুরন্ত থেকে আসা মানুষ বিপাকে পড়ে পায়ে হেটে যেতে যায়। আলীম জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি সরদার আঃ হামিদ জানান, আটরা শিল্পাঞ্চল এলাকার রেলপথ এবং রাজপথে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ পালন করেন। ১১দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। আগামী ৪ মে শুক্রবার বিকাল ৩টায় খালিশপুর পিপলস্ গোল চত্বরে শ্রমিক জনসভা থেকে পরবর্র্তি আন্দোলন কর্মসুচি ঘোষনা করা হবে।