আটক হওয়া ব্রিটিশ ট্যাংকারইরানের বন্দর ছেড়েছে

0
270

খুলনাটাইমস বিদেশ :ছাড়া পেয়ে ইরানের বন্দর আব্বাস পোর্ট থেকে রওনা দিয়েছে ব্রিটিশ পতাকাবাহী তেলের ট্যাংকার স্টেনা এমপারো। সমুদ্র পরিবহন তথ্য পর্যালোচনাকারী সংস্থা রিফাইনিটিভ জানিয়েছে, এই ট্যাংকারটির নতুন গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রশীদ বন্দর। স্বাভাবিক গতিতে এটি ১২ ঘণ্টার মধ্যে আড়াইশো কিলোমিটার দূরের নতুন গন্তব্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।গত জুলাইয়ে সামুদ্রিক পরিবহনের শর্ত ভঙ্গের অভিযোগে হরমুজ প্রণালী থেকে ট্যাংকারটি আটক করে ইরানের বিপ্লবী গার্ড। তার দুই সপ্তাহ আগে জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের একটি ট্যাংকার আটক করে ব্রিটেন। আগস্টে সেই ট্যাংকারটি ছেড়ে দেওয়া হয়। তা সত্ত্বেও প্রায় দুই মাস আটক থাকার পর ছাড়া পেল ব্রিটিশ স্টেনা এমপারো।ব্রিটিশ পতাকাবাহী এই ট্যাংকারটির মালিক প্রতিষ্ঠান সুইডেনের স্টেনা বাল্ক। শুক্রবার ওই প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, এটি বন্দর ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
এর আগে গত বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ট্যাংকারটির আটকাদেশ প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি চুড়ান্ত হয়েছে তবে এনিয়ে তদন্ত এখনও চলছে। ওই দিন স্টেনা বাল্ক জানায় তারা ট্যাংকারটি ছেড়ে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে কোনও আলোচনা করেনি। তারা কোম্পানি অথবা কর্মীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনও অভিযোগের কথাও জানতে পারেনি।এটি ছেড়ে দেওয়ার আগেই এর ২৩ কর্মীর মধ্যে সাত জনকে মুক্তি দেয় ইরান।ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলার মধ্যে জুলাইতে উপসাগরীয় এলাকা থেকে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা এমপারো আটক করে ইরান। ওই সময়ে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জাহাজ পরিবহন রুটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগার পর ব্রিটিশ ট্যাংকারটি আটক করা হয়।