আগরদাড়ীতে খাস জমির গাছ কেটে আত্মসাত করার অভিযোগের তদন্ত

0
265

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ীতে সরকারী নিয়ম অমান্য করে আগরদাড়ী মাধ্যমিক বিদ্যালয় টু শ্বশ্মান ঘাট পর্যন্ত রাস্তার বালিরচর নামক স্থান হতে রাস্তার পাশের সরকারি সম্পত্তির গাছ কেটে আত্মসাত করার অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ১২টায় সহকারী ভূমি কর্মকর্তা মোকাররাম হোসেন সরোজমিনে উপস্থিত হয়ে এ তদন্ত কার্য সম্পন্ন করেন। তদন্তকালে, বুধহাটা ভূমি অফিসের অফিস সহায়ক শেখ রুবেল আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাদী এবং বিবাদীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলেই গাছটি খাস জমির উপর ছিলো বলে স্বীকার করেন। উল্লেখ্য, আগরদাড়ী গ্রামের মোকছেদ সরদারের ছেলে একরাম সরদার, আছির উদ্দীন ঢালীর ছেলে জহিরুদ্দীন ঢালী ও মোহাম্মাদ সরদারের ছেলে মোকছেদ সরদার আগরদাড়ী বালিরচক নামক স্থান হতে রাস্তার পাশের ১নং খাস খতিয়ানের এসএ ৩৩২ দাগের একটি বড় শিরিষ গাছ বেআইনিভাবে কেটে নিয়ে আত্মসাত করেছে বলে গ্রাম বাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে এ তদন্ত সম্পন্ন হয়।