আইসোলেশনে না থাকলে আটক হতে পারেন জোভিচ

0
224

খুলনাটাইমস স্পোর্টস : করোনাভাইরাসের কারনে সেল্ফ আইসোলেশনে থাকা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লুকা জোভিচ যদি এই নিষেধাজ্ঞা পুনরায় অমান্য করেন তবে তাকে আটক করা হতে পারে বলে সতর্ক করেছেন সার্বিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ। ২২ বছর বয়সী জোভিচ গত বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগের অনুমতি নিয়েই সার্বিয়ায় উড়ে গিয়েছিলেন। বাড়ি ফিরে তার আইসোলেশনে থাকার কথা থাকলেও তিনি ও তার এক সতীর্থ সিরি-বি লিগের ক্লাব আসোলির খেলোয়াড় নিকোলা নিনকোভিচকে বেলগ্রেডের ঘোরাঘুরি করতে দেখা গেছে। এক সংবাদ সম্মেলনে ভুসিচ বলেছেন, ‘এদের মধ্যে নিনকোভিচ হোটেলে ও জোভিচ তার এ্যাপার্টমেন্টে রয়েছে। কেউ যদি তাদের নিজ নিজ জায়গা থেকে বের হন তবে তাদেরকে আটক করা হবে। তারা যা করেছে এতে তারা দু:খ প্রকাশ করেছে। তাদেরকে একটি বিষয় বুঝতে হবে মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে প্রাধান্য পাবে। এই মুহূর্তে এই বিষয়টি ছাড়া অন্য কোন বিষয়ে আমরা কাউকে কিছুই বলবো না।’ গত সপ্তাহে মাদ্রিদের এক বাস্কেটবল খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ পজিটিভ আসার পর থেকেই সকল ফুটবল খেলোয়াড়কে সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে। গত গ্রীষ্মে এইনট্যাখ ফ্র্যাংকফুর্ট থেকে ৬০ মিলিয়ন ইউরোতে লিয়াল মাদ্রিদে যোগ দেবার পর মাত্র দুই গোল করেছেন জোভিচ। যে কারনে মানসিক ভাবেও খুব একটা স্বস্তিতে নেই এই স্ট্রাইকার। যে কারনে রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা চিন্তা করেছেন সার্বিয়ায় গেলে সে হয়ত কিছুটা ভাল অনুভব করবে। জোভিচ অবশ্য ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং জানিয়েছেন সঠিক পরামর্শ তিনি পাননি। এ সম্পর্কে ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘স্পেনে থাকার সময় আমার করোনভাইরাস নেগেটিভ ধরা পড়ে। সে কারনেই পরিবারের কাছে থাকার জন্য আমি সার্বিয়া যাবার সিদ্ধান্ত নেই। সার্বিয়ায় নেমেও আমার শরীরে ভাইরাসের অস্তিত্ব নেগেটিভ ছিল। স্পেনে আমার ফার্মেসী ও সুপারশপে যাবার অনুমতি ছিল। সে কারনে এখানে এসেও আমার কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরকার ছিল, যেজন্য বাইরে গিয়েছিলাম। আমি বিষয়টি বুঝতে পারিনি। আশা করছি সবাই মিলে পুরো পরিস্থিতি দ্রুতই কাটিয়ে উঠতে পারবো।’