আইপিএলের শুরুর দিকে মালিঙ্গাকে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স

0
154

খুলনাটাইমস স্পোর্টস : আইপিএলের শুরুর দিকে লঙ্কান টো ক্রাশার লাসিথ মালিঙ্গাকে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। পারিবারিক কারণে টুর্নামেন্টের শুরুর দিকে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, মালিঙ্গার বাবা গুরুতর অসুস্থ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার বাবার সার্জারির প্রয়োজন হবে। তাই এই সময়ে বাবার কাছে থাকাকেই শ্রেয় মনে করছেন তিনি। অবশ্য এই সময়ে মালিঙ্গা কলম্বোতেই অনুশীলন চালিয়ে যাবেন। অবশ্য আরেকটি বিষয়ও মালিঙ্গার এমন সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করেছে। করোনাকাল হওয়ায় শ্রীলঙ্কায় বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টিন প্রোটোকলে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন। যে কারণে শ্রীলঙ্কান টি-টোয়েন্টি লিগও পেছানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে বাবার সঙ্গে দেখা করতে আসলেই কোয়ারেন্টিনে থাকতে হবে মালিঙ্গাকে। তেমন ভাবনা থেকেই তিনি এখন না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন মালিঙ্গা। তিনি আবার আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারিও। গতবার মুম্বাইয়ের শিরোপা জিততেও অবদান রেখেছিলেন। ফাইনালে শেষ ওভারে যখন চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য এক বলে দুই রান প্রয়োজন, তখনই নিজের কারিশমা দেখান। ক্রিজে থাকা শার্দুল ঠাকুরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেই মুম্বাইকে শিরোপা জেতাতে অবদান রাখেন তিনি।