আইইবি খুলনা কেন্দ্রের নির্বাচিত নেত্রীবৃন্দের কাছে দায়িত্ব হস্তÍান্তর

0
234

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
দেশের সবচেয়ে প্রাচীন এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের ২০২০, ২০২১ ও ২০২২ মেয়াদের জন্য নব-নির্বাচিত নেত্রীবৃন্দের কাছে বিদায়ী নেতৃবৃন্দ দায়িত্ব হস্তান্তর করেন। রবিবার সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে আইইবি খুলনা কেন্দ্রে চেয়ারম্যান প্রকৌঃ মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ ও সম্মানী সম্পাদক প্রকৌঃ হুসাইন মুহাম্মদ এরশাদ সংগঠনের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেন। আইইবি খুলনা কেন্দ্রের নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌঃ মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ ও বিদায়ী চেয়ারম্যান প্রকৌঃ মোঃ শফিক উদ্দিন এর উপস্থিতিতে বিদায়ী সম্মানী সম্পাদক অধ্যাপক ড. প্রকৌঃ সোবহান মিয়া নব-নির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌঃ হুসাইন মুহাম্মদ এরশাদের নিকট আনুষ্ঠানিক ভাবে এ সংক্রান্ত ফাইল হস্তান্তরের মধ্যে দিয়ে দায়িত্ব অর্পণ করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) অধ্যাপক ড. প্রকৌঃ সোবহান মিয়া, ভাইস-চেয়ারম্যান (এডমিনিস্ট্রেশন, প্রফেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার) প্রফেসর ড. প্রকৌঃ মোঃ মনিরুজ্জামান, বিদায়ী ভাইস-চেয়ারম্যান (এডমিনিস্ট্রেশন, প্রফেশনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার) প্রকৌঃ এমডি কামাল উদ্দিন, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ড. প্রকৌঃ মোঃ জুলফিকার হোসেন সহ বর্তমান ও বিদায়ী কাউন্সিল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী চেয়ারম্যান প্রকৌঃ মোঃ শফিক উদ্দিন বলেন, দেশের উন্নয়নে প্রকৌশলীগণ সবসময় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন। বিদায়ী সম্মানী সম্পাদক অধ্যাপক ড. প্রকৌঃ সোবহান মিয়া প্রকৌঃ সমাজের উন্নয়নে এবং বর্তমান সরকারের ভিশন ও মিশন সফল করার লক্ষ্যে নব-নির্বাচিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস দেন। অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌঃ মোঃ আব্দুল্লাহ্ পিইঞ্জ ও সম্মানী সম্পাদক প্রকৌঃ হুসাইন মুহাম্মদ এরশাদ অংশগ্রহণকারী প্রকৌশলীগণকে অভিনন্দন জানান এবং আগামীতে আইইবি খুলনা কেন্দ্রের সকল কর্মসূচীতে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে বর্তমান কমিটিকে সবধরনের সহযোগিতা করার আহবান জানান।