অস্ত্র ছাড়া যুদ্ধে আমাদের মহানায়ক ডাক্তারেরা সাংসদ বাবু

0
605
ওবায়দুল কবির সম্রাট, কয়রা:
অস্ত্র ছাড়া যুদ্ধে আমাদের মহানায়ক ডাক্তারেরা।৭১-এর যুদ্ধে ছাত্র থেকে শিক্ষক, দিনমজুর থেকে কৃষক যারা নেমেছিলেন, নির্দিষ্ট ট্রেনিং শেষে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এখন স্বাধীন। এই স্বাধীন বাংলাদেশে এবং সারাবিশ্বে বর্তমান সময়ে আতঙ্কের নাম করোনাভাইরাস। সারা দেশ আতঙ্কিত এই ভাইরাস নিয়ে। সব যখন প্রায় বন্ধ, খোলা শুধু হাসপাতাল। মানুষ এখন হাসপাতালে। আর এসব হাসপাতালে অসুস্থ মানুষদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তার-নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্টরা। দেশে দেশে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে একমাত্র ভরসার আর মানুষের চোখে যারা সুপারহিরো তারা হচ্ছেন ডাক্তার। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে অনেক ডাক্তার করোনা যুদ্ধে রোগীর জীবন বাঁচাতে গিয়ে করোনাভাইরাসের আক্রমণে প্রাণ দিয়েছেন। অস্ত্র ছাড়া যুদ্ধে আমাদের মহানায়ক ডাক্তারেরা। করোনা ভাইরাস মোকাবিলা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য (২৭এপ্রিল) সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে করোনা চিকিৎসায় থার্মাল স্ক্যানার, সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এ কথা বলেন ।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে স্বাস্থ্যসেবায় আমি পিপিই প্রদানসহ  পরিবহন ব্যবস্থাও করে দিয়েছি। যাতে স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যকর্মীদের কোনো সমস্যা না থাকে। স্বাস্থ্যঝুঁকিসহ নিরাপত্তা, সুরক্ষার কারণেই এই পদক্ষেপ নিয়েছি।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদ্বীব বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ,ড. হারুন অর রশীদ, ডা.প্রশান্ত কুমার পাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল দাশ, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, প্রভাষক নজরুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)আমিনুল হক বাদল, সহসভাপতি তরিকুল ইসলাম,যুবলীগ নেতা জহিরুল ইসলাম, জুয়েল প্রমুখ।