অরুণোদয়ের ভরতনাট্র নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

0
445

খবর বিজ্ঞপ্তি:
অরুণোদয় এর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের জন্য শুক্রবার বিকাল ৪টায় ভরতনাট্টম নৃত্য কর্মশালার আয়োজন করা হয়। ৩ দিনের কর্মশালার প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন পশ্চিম বাংলার রাজদীপ ব্যার্নাজী। প্রতিষ্ঠাতা সিলভিয়া সুরভি ডি ক্রশ এর সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি দৈনিক খুলনা টাইমস’র সম্পাদক সুমন আহমেদ, প্রশাসনিক ব্যবস্থাপক জনি সরকার, নৃত্যশিল্পি ডলি রহমান, মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, সিষ্টার মারিয়া কস্তা, সিষ্টার তন্দ্রা কস্তা ও সিষ্টার শেমলি কোয়াইয়া উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ৭ই সেপ্টেম্বর অরুণোদয় এর যাত্রা শুরু হয়। অরুণোদয় ভরতনাট্টম নৃত্য ও নৃত্যত্বও নিয়ে কাজ করে। এছারাও ভরতনাট্টম এর আঙ্গিকে সৃজনশীল নৃত্য করানো হয়। অরুণোদয় এর লক্ষ্য : সুস্থ সংস্কৃতির বিকাশ করা ও সৃজনশীল সমাজ গড়ে তোলা।