অভিনেতা কে এস ফিরোজ আর নেই

0
223

খুলনাটাইমস বিনোদন: চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ। বুধবার বাদ জোহর নগরীর বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। সামরিক কবরস্থান সংলগ্ন মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার দাফন সম্পন্ন হয়। এ সময় কে এস ফিরোজের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। এ ছাড়া শেষ বিদায় জানাতে শোবিজ অঙ্গন থেকে হাজির হয়েছিলেনÑ আহসান হাবিব নাসিম, আহসানুল হক মিনু, সাজু মুনতাসির, নরেশ ভ‚ঁইয়াসহ থিয়েটারের সহকর্মীরা। বুধবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কে এস ফিরোজ। আহসান হাবিব নাসিম বলেনÑঅনেক দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন ফিরোজ ভাই। গত ফেব্রæয়ারিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন। চারদিন আগে নিউমোনিয়া অ্যাটাক করলে আবারো ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। মৃত্যুকালে কে এস ফিরোজ স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কে এস ফিরোজ। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। টিভি নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। তার প্রথম সিনেমা ‘লাওয়ারিশ’। এ ছাড়া তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছেÑ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’। কে এস ফিরোজের জন্ম বরিশাল জেলায়। অভিনয় জগতে আসার আগে এ অভিনেতা ১৯৬৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি পান। ১৯৭৭ সালে মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন।