অনাকঙ্খিত ঘটনায় খুলনা জেলা শ্রমিকলীগের নিন্দা

0
184

খবর বিজ্ঞপ্তি:
খানজাহান আলী সেতু টোল ঘরে গত ৩০ অক্টোবর রূপসায় একটি ঘটনার সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ হয়েছে। জাতীয় শ্রমিক লীগ রূপসা উপজেলার সভাপতির স্ত্রী কর্তৃক টোল আদায়কারী কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের লোকদের সাথে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এই ঘটনার জন্য খুলনা জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানানো হয়। এখানে উল্লেখ থাকে যে, রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপর বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে খবর প্রকাশ করা হয়েছে সেটা মনে হয় একটু অতিরঞ্জিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ খুলনা জেলা শাখার পক্ষ থেকে সোমবার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত ঘটনার সঠিক তদন্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে জেলা শ্রমিক লীগের সভাপতির নিকট প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটির সদস্য হলোÑআহ্বায়ক শেখ মোঃ পীর আলী, সাধারণ সম্পাদক, খুলনা জেলা শ্রমিক লীগ; সদস্য মোঃ শাহীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক, খুলনা জেলা শ্রমিক লীগ ও কামরুল গাজী, দপ্তর সম্পাদক, খুলনা জেলা শ্রমিক লীগ।