অনশনরত শ্রমিক সাত্তারের মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে : বাম জোট

0
244

খবর বিজ্ঞপ্তি: রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকদের ১১ দফা দাবিতে আমরণ অনশনের সাথে সংহতি জানিয়ে বৃহস্পতিবার খালিশপুর শিল্পাঞ্চলে বক্তব্য রাখেন, বাম জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদের কেন্দ্রীয় সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড আকবর খান, সিপিবি কেন্দ্রীয় সদস্য কমরেড এস এ রশীদ, বাসদ খুলনা জেলা সমন্বয়ক কমরেড জনার্দন দত্ত নাণ্টু, টিইউসি খুলনা জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুর রহমান মোল্লা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আব্দুল করিম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলার আহ্বায়ক নারী নেত্রী কোহিনুর আক্তার কনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি ছাত্রনেতা সনজিৎ ম-ল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, অনশনরত শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে। গত কয়েক বছর ধরে মজুরী কমিশন বাস্তবায়ন, বকেয়া পাওনা পরিশোধ, বদলী শ্রমিকদের চাকরী স্থায়ী করাসহ ১১ দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করে আসছে। কিন্তু সরকার শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত করেনি। ফলে মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হওয়া শ্রমিকরা আমরণ অনশন শুরু করেছে। আজকে তাদেরকেও মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।