অধিনায়ক ফ্লেমিং ওয়ার্নের সেরা প্রতিপক্ষ

0
207

খুলনাটাইমস স্পোর্টস: করোনার কারণে ঘরে বন্দি থাকার এই সময়টায় অনেকেই সৃষ্টিশীল কিছু কাজ করছেন। কেউ বেছে নিচ্ছেন তার দেখা সেরা ফুটবল দল, সেরা ক্রিকেট দল, সেরা ফুটবলার, সেরা ক্রিকেটার ইত্যাদি ইত্যাদি। এই লোকটা যদি হন শেন ওয়ার্ন, তার কাজের ওপর মানুষের বিশেষ কৌতূহল থাকবেই। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার এর আগে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সেরা টেস্ট একাদশ, এমান্বয়ে অ্যাশেজের সেরা একাদশ, অ্যাশেজের সেরা ইংল্যান্ড একাদশ। এবার তিনি বেছে নিলেন তার মুখোমুখি হওয়া সেরা প্রতিপক্ষ অধিনায়ককে। অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলী বা মাইকেল ভনের খুব প্রশংসা ঝরে ওয়ার্নের কণ্ঠে। কিন্তু ৭০৮ টেস্ট উইকেট শিকারী অস্ট্রেলিয়ান তার মুখোমুখি হওয়া সেরা অধিনায়ক হিসেবে বললেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংয়ের নাম। কেন ফ্লেমিংকে সেরা প্রতিপক্ষ অধিনায়ক বলছেন ওয়ার্ন? ইনস্টগ্রাম লাইভে এসে বলা তার যুক্তি, ‘আমার সময়ে সেরা প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। সহখেলোয়াড়দের কাছ থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয় সেটা সে জানতো। তার আরও বেশি সেঞ্চুরি তার প্রাপ্য উচিত ছিল।’ সাবেক কিউই অধিনায়ক ফ্লেমিং ১১১ টেস্টে টপ অর্ডারে ব্যাটিং করে ৭১৭২ রান করেছেন ৪০.০৬ গড়ে। ২৮০টি ওয়ানডে ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরিসহ ৮০৩৭ রান করেছেন। ৮০ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়ে ফ্লেমিং জিতেছেন ২৮ ম্যাচ, হার ২৭ ম্যাচে। ২১৮ ওয়ানডেতে অধিনায়ত্ব করে ৯৮ ম্যাচে জিতিয়েছেন দলকে, হারা ম্যাচের সংখ্যা ১০৬। ফ্লেমিং ওয়ার্নের দৃষ্টিতে সেরা প্রতিপক্ষ অধিনায়ক। তার মানে সেরা কিউই অধিনায়কও। তো ফ্লেমিংয়ের দলের সেরা ক্রিকেটারদেরও বেছে নিয়েছেন কিংবদন্তি স্পিনার। এই দলে আছেন ব্যাটসম্যান মার্টিন ক্রো, ব্রেন্ডন ম্যাককালাম, স্পিনিং অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। ভেট্টোরির ব্যাটিং দক্ষতার বিশেষ প্রশংসা করেছেন ওয়ার্ন, ‘ সে নিজেকে অসাধারণ এক অলরাউন্ডারে পরিণত করতে পেরেছে। তার ক্যারিয়ারে বেশ কয়েকটি সেঞ্চুরি সে করেছে।’ বাংলাদেশের বর্তমান স্পিন বোলিং পরামর্শক ভেট্টোরি ১১৩ টেস্টে ৩৬২ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৪৫৩১ রান। আর ২৯৫টি ওয়ানডে ম্যাচে নিয়েছেন ৩০৫ উইকেট, রান করেছেন ২২৫৩। ওয়ার্নের সেরা কিউই একাদশঃ জন রাইট, ব্রেন্ডন ম্যাককালাম, অ্যান্ড্রু জোন্স, মার্টিন ক্রো, স্টিভেন ফ্লেমিং ( অধিনায়ক ), নাথান অ্যাস্টল, ক্রিস কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টোরি, সাইমন ডুল, শেন বন্ড, ড্যানি মরিসন।