৯ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত বেড়ে ১১

0
400

অনলাইন ডেস্কঃ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধারাবাহিক কথিত বন্দুকযুদ্ধে সারা দেশে আরও ৩ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এনিয়ে আজ নিহতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। পুলিশের দাবি- নিহতরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ মে) ভোরে ৯ জেলায় এসব ঘটনা ঘটে।

এর মধ্যে কুমিল্লার অরণ্যপুরে ২ জন, নীলফামারিতে ২ জন এবং নেত্রকোনা, নারায়ণগঞ্জ, ফেনীর লেমুয়া, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দিনাজপুর ও চট্টগ্রামের বায়েজিদে একজন করে রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে- এসব ঘটনায় মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আহত পুলিশ ও র‌্যাব সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে সোমবার (২১ মে) ভোরে যশোরে ৩ জন, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে একজন করে নিহত হয়েছেন। তার আগের দিন রবিবার (২০ মে) ভোরে ৪ জন এবং শনিবার (১৯ মে) ভোরে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন।