সাতক্ষীরা সীমান্তে সোনাসহ আটক ২

0
600

সেলিম হায়দার, সাতক্ষীরা :

সাতক্ষীরা ভোমরা সীমান্তে স্বর্ণের চারটি বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩নভম্বর) সকালে সদর উপজেলার সীমান্তের ল²ীদাঁড়ি এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন রোকেয়া বেগম ও আবদুল মান্নান। তাঁদের মধ্যে রোকেয়ার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে। আর আবদুল মান্নানের বাড়ি ল²ীপুর জেলার রামগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে।

বিজিবির ভাষ্য, রোকেয়ার শ্বশুরবাড়ি সীমান্তর ওপার ভারতে। তাঁক নিয়ে চারাপথে ভারতে সোনা পাচারের চেষ্টা চালাচ্ছিলেন আবদুল মান্নান।

বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহল দল ল²ীদাঁড়ি বেড়িবাঁধের ওপর অবস্থান নেয়। এ সময় সীমান্ত অতিক্রমকালে দুজনকে হাতেনাতে আটক করা হয়।