শেষ মুহূর্তের গোলে বার্সার জয়

0
363

সদ্যই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারানোর সুখস্মৃতি নিয়ে স্প্যানিশ দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা দেল রে’তে নেমে হোঁচট খেতে বসেছিল বার্সেলোনা। তবে শেষ মুহূর্তে ক্লেমোঁ লংলের গোলে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। বুধবার রাতে এই প্রতিযোগিতায় সেরা বত্রিশের প্রথম লেগে ১-০ গোলে জেতে কাতালান ক্লাবটি।
গত রবিবার লিগে রিয়ালের বিপক্ষে ৫-১ গোলে জেতা ম্যাচে খেলা সবাইকে বাইরে রেখে একাদশ সাজান এরনেস্তো ভালভেরদে।
বুধবার রাতে লিওনেসার মাঠ স্তাদিও মিউনিসিপাল রেইনো দি লিওনে অতিথি হিসেবে খেলতে যায় বার্সা। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পায় বার্সা। উসমান দেম্বেলের দারুণ ফ্রি কিকে হেডের মাধ্যমে গোলটি করেন বদলি হিসেবে নামা ফরাসি ডিফেন্ডার ক্লেমোঁ লংলে।
দুই মিনিট পর লিওনাসের সের্হিও মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। কিন্তু আর কোনো গোল আদায় করে নিতে পারেনি কোনো দলই। তথ্য: বাংলাদেশ প্রতিদিন