শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতাকারীদের এদেশে ঠাই হবে না : নারায়ন চন্দ এম.পি

0
424

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি:
মৎস ও প্রাণী সম্পদ সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন বর্তমান সরকারের আমলেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন মুলক কর্মকান্ডে জোরালো ভ‚মিকা পালন করে এসেছে তারই ধারাবাহিকতার অংশ হিসেবে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় উন্নয়নের ব্যপারে জোরালো ভ‚মিকা রাখ াহবে। তিনি শনিবার সকাল ১১টায় খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃংখলা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে দেশে শান্তিপ্রতিষ্ঠা করতে হবে। বর্তমানে দেশে আইন শৃংখলা ভাল অবস্থানে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করে যারা জঙ্গিবাদ, সন্ত্রাসী তৎপরতা অথবা অসৎ কাজ চালাবে তাদের এদেশে ঠাই হবে না। দেশকে আরো সামনে এগিয়ে নিতে তিনি সকলকে ঐক্য বদ্ধ থেকে কাজ করার আহবান জানান। ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্বশেখ আকরাম হোসেনের সভাপতিত্বেসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শেখ আবিদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ সামছুর রহমান , মোল্যা কওসার আলী, এস.এ রহমান বাবুল, গাজী নাসির উদ্দীন, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলী, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম.এম.এ দাউদ ও উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের তত্ত¡াবধায়নে সহকারী অধ্যাপক শেখ মেজবাহ উদ্দীন জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির, খ.ম লিয়াকত আলী, আব্দুর রউফ হোসেন, মৃনাল মন্ডল, মোঃ জাকারিয়া, শেখ আব্বাস, অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, অধ্যাপক মোঃ মাসুম আলী, অধ্যাপক মোঃ নোমানুর রশিদ, শেখ ফারুক হোসেন, আয়শা খাতুন , সুব্রত কুমার বিশ্বাস, আশীষ কুমার মন্ডল, মোঃ সহিদুল ইসলাম , এস.এম হাসানাত মুরসালিন, আব্দুর রউফ খান খোকন, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান অভি।