শরণখোলায় ৪০ জনের তালিকায় মেম্বারের মোবাইল নম্বর, কারণ দর্শানো নোটিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন

0
396

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় প্রধানমন্ত্রীর বিশেষ অর্থ সহায়তার তালিকার ৪০ জনের নামের পিছনে ইউপি সদস্যের ব্যক্তিগত মোবাইল নম্বর লিখে দেয়ায় সংশ্লিষ্ট মেম্বারকে কারণ দর্শানো নোটিশসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনায় করোনা দূর্যোগে কর্মহীন মানুষকে আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার লক্ষ্যে তালিকা প্রণয়ন করা হয়। ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার রাকিব হাসান তার প্রণীত তালিকায় ৪০ জনের নামের সাথে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে দেন। বিষয়টি ধরা পড়ায় ঐ তালিকা স্থগিত করা হয়।
মেম্বার রাকিব হাসান বলেন, তিনি নিজে এ নম্বর দেননি ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র থেকে ভুল করে তার নম্বর যুক্ত করা হয়েছে। কেউ ষড়যন্ত্র করে থাকতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, সংশ্লিষ্ট মেম্বারকে ৭ দিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।