বাগেরহাটে শহীদ জিয়ার ৮৪তম জন্ম বার্ষিকী পালিত

0
444

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফলি করেছে জেলা বিএনপি। শনিবার বিকালে বাগেরহাট শহরের বিএমএ ভবন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানঅতিথি ছিলেন বিএনরি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম, শেখ কামরুল ইসলাম গোরা, ব্যরিষ্টার শেখ মো. জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ আব্দুল আলিম খোকন, এ্যাডভোকেট ফারহানা জাহান নীপা, মিজানুর রহমান,খান মতিয়ার রহমান, মোল্লা ইসাক আলী, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি তরফদার নেওয়াজ মো. গোলাম রসুল, জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আহসান হাবীব ঠান্ডা, জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন প্রমুখ।
পরে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা কওে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিতহয়।
এর আগে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সবা অনুষ্ঠিত হয়।