বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনে এমপি বাবু

0
352

কয়রা(খুলনা)প্রতিনিধি:
খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বিধায় সকল সার ,কীটনাশক,কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রে ব্যাপক ভর্তুকিসহ কৃষি প্রদান করেছে এবং যার ফল কৃষকগণ পেতে শুরু করেছে।তিনি ফলদ ও বনজ বৃক্ষের কথা উল্লেখ করে বলেন ,যেকোনো ফলে প্রচুর পরিমাণে খনিজ লবণ ,শর্করা ও যথেষ্ট পরিমাণে ভিটামিন থাকে;যা মানুষের দেহে শক্তি সরবরাহ ও দৈহিক গঠনে বলিষ্ট ভুমিকা রাখে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কয়রা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা পরিদর্শন ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান- ধারনা গ্রহণ ,ফলজ বৃক্ষের চারা সংগ্রহের পরামর্শ ও বৃক্ষ রোপনের আহবান জানান। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সরেজমিন কৃষি গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ হারুন অর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম মিজান মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মেকাইন বিল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক খায়রুল আলম, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি সম্প্রারন কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপ-সহকারি কৃষি অফিসার আয়ুব আলী, মোঃ ফারুক হোসেন, আঃ মান্নান, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ইউনুছ আলী, আল মাহফুজ প্রমুখ। উদ্ধোধন অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু উপজেলা পরিষদ চত্বরে নিজে হাতে ফলদ বৃক্ষের চারা রোপন করেন।