পাইকগাছায় গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

0
318

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে শ্যামা কালীপূজা উপলক্ষে কড়–লিয়া নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভার ১০ মন্দিরের উদ্যোগে এ প্রতিযোগিতায় ৫টি নৌকা অংশগ্রহণ করে।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, প্রভাষক ময়নুল ইসলাম। উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, এস,এম, ইমদাদুল হক, কবিতা দাশ, আজিজুল হাকীম, বাবুরাম মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, জগদীশ রায়, তুষার কান্তি মন্ডল, দিবা মন্ডল, চন্দ্রশেখর মন্ডল, অসিত কুমার মন্ডল, দিপংকর মন্ডল প্রমুখ।