পাইকগাছার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ছেড়ে প্রেসক্লাবে অবস্থান কর্মসূচী ।

0
411

আন্দোলনের মুখে সহপাঠীকে টিসি দেওয়ার প্রতিবাদ

শেখ নাদীর শাহ্,কপিলমুনি,খুলনা:

নানা অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে আন্দোলনের মুখে ৬ জন ছাত্রকে টিসি দেওয়ার ঘটনায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবার স্থানীয় কপিলমুনি প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে। এরপর তারা প্রেসক্লাবের হলরুমে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের নানা অসংগতির কথা তুলে ধরে।

বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের মতবিনিময়ে তারা অভিযোগ করে যে, সম্প্রতি প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের নানা অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে আন্দোলন করায় বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ৬ জন ছাত্রকে স্কুল হতে টিসি দেওয়া হয়েছে। অনতিবিলম্বে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনপূর্বক সকলকে ক্লাসে ফিরিয়ে নেওয়ারও আহ্বান জানায় তারা।

এদিকে সাম্প্রতিক সময়ে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অভ্যন্তরের আন্দোলন এবার স্কুল ক্যাম্পাসের গন্ডি পেরিয়ে তা প্রেসক্লাব পর্যন্ত পৌছানোর ঘটনায় হতবাক হয়েছেন কপিলমুনিবাসী। সাপ্তাহিক হাটবার থাকায় এদিন তাদের কর্মসূচী প্রত্যক্ষ করতে হাটে আগত হাজার হাজার সাধারণ মানুষের জটলা বেঁধে যায় প্রেসক্লাব চত্ত্বরে।

এক পর্যায়ে স্থানীয় সিনিয়র সাংবাদিকদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সভাপতি বেনজীর আহমেদ বাচ্চুর সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।এসময় তারা টিসি প্রাপ্তসহ সকল কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানান। এছাড়া স্থানীয় সংসদ সদস্য এলাকায় আসলে বিষয়টির সুষ্ঠু সমাধান করবেন বলেও জানান প্রধান শিক্ষক।

এসময় উপস্থিত ছিলেন,সিয়ির সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ ,প্রেসক্লাব সভাপতি শেখ শামছুল আলম পিন্টু,সাধারন সম্পাদক জি এম আব্দুর রাজ্জাক রাজু প্রমূখ।