দেবহাটায় করোনা সতর্কতায় জরুরী সভায় সিদ্ধান্ত : সকল পশুরহাট বন্ধ

0
281

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০ টায় করোনা ভাইরাস সতর্কতায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে জরুরী সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, প্রানী সম্পদ অফিসের ভিএস তহিদুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা সহকার প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। সভায় ইউএনও উপজেলার সকল পশুরহাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানান। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নের করোনা মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের জন্য ২ জন করে মোট ১০ জন কর্মকর্তাকে বিদেশ ফেরত ব্যক্তিদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে ইউনিয়ন মনিটরিং কমিটি গঠন করেন। পরে ইউএনও উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন এবং কোন ব্যবসায়ী যাতে আকষ্মিক দামবৃদ্ধি করতে না পারে সে জন্য কমিটি করে দেন।