দুই ধারাবাহিক নিয়ে আসছে সুইটি

0
389

খুলনাটাইমস বিনোদন: নাট্য জগতের আলোচিত অভিনেত্রী তানভীন সুইটি। মঞ্চ ও টেলিভিশন নাটকের পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রেও। একসময় টিভি নাটকে তার সরব উপস্থিতি থাকলেও এখন অনিয়মিত হয়ে পড়েছেন নাটকে। মাঝে-মধ্যে কিছু কাজ করেন। এরই ধারাবাহিকতায় ‘কালের যাত্রা’ ও ‘ভালোবাসার রঙ’ শিরোনামে নতুন দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন সুইটি। বিটিভিতে প্রচার হচ্ছে আকরাম খানের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘কালের যাত্রা’। নাট্যজন মামুনুর রশীদের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন সবুজ ওয়াহিদ। থিয়েটার তখন ছিল আন্দোলন। যেন জীবন উৎসর্গ করে মঞ্চের জন্য কাজ করতেন কর্মীরা। মঞ্চের জন্য আত্মনিবেদনের পাশাপাশি তাদের সঙ্গী ছিল টেলিভিশনে কাজের হাতছানি, কর্তৃত্বের দ্বন্দ্ব, সহশিল্পীর সঙ্গে প্রেমে জড়ানোসহ নানা কিছু। মফস্বলের একটি নাটকের দলের সেসব গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘কালের যাত্রা’। এ নাটকে সুইটি ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, সাদিকা স্বর্ণা, সাজ্জাদ সাজু, দোয়েল ম্যাশ, অবাক রায়হান রিয়াদ, শিরিন আলম প্রমুখ। অন্যদিকে দীপ্ত টিভির জন্য নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘ভালোবাসার অনেক রঙ’। সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় এ নাটকেও সুইটি অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ধারাবাহিক নাটক দুটি নিয়ে সুইটি বলেন, ‘আমি টিভি নাটক থেকে একেবারে বিচ্ছিন্ন নয়। ব্যক্তিগত ব্যস্ততার জন্য কম অভিনয় করা হচ্ছে। ‘কালের যাত্রা’ ও ‘ভালোবাসার অনেক রঙ’ দুটি কাজই খুব ভালো হয়েছে। দুটির গল্পই অনেক ভালো। এখনতো ভালো গল্পের নাটকের অভাব। মানহীন নাটকের ছড়াছড়িতে ভালো নাটক কম হচ্ছে। অভিনয় কম করার এটাও একটি কারণ, মানের সঙ্গে আপস করতে চাই না।’ সংসার এবং ব্যক্তিগত জীবন নিয়েই এখন ব্যস্ত সময় কাটে সুইটির। এর ফাঁকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত। তবে টিভি নাটকে কম সময় দিলেও সরব রয়েছেন মঞ্চে। সুইটি বললেন, “মঞ্চনাটকে নিয়মিতভাবেই অভিনয় করছি। থিয়েটার (নাটক সরণি) প্রযোজিত ‘মুক্তি’ নাটকে নিয়মিত অভিনয় করছি।”