দাকোপে ‘উন্নয়ন মেলা’ শুরু চার অক্টোবর

0
653

আজিজুর রহমান,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় আগামী চার অক্টোবর থেকে ছয় অক্টোবর তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’-২০১৮ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ‘উন্নয়ন মেলার’ উদ্বোধন করবেন খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উন্নয়ন মেলা উপলক্ষে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী নেওয়া হয়েছে। আয়োজিত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় ৪৪ টি স্টলের মাধ্যমে সরকারি দপ্তর, সরকারি-বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জিও-এনজিও তাদের উন্নয়নমূলক কার্যক্রমের প্রদর্শণী করবে।

মেলা প্রাঙ্গনে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের ওপর পোষ্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হবে। এ ছাড়া ভিডিওচিত্রের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। তা ছাড়া মেলায় সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শর্ট ফিল্ম প্রদর্শনের আয়োজন থাকবে।