তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

0
690

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ::

তালা উপজেলার ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বৃত্তির চেক প্রদান করা হয়।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, ঋণ সমন্বয়কারী গোলাম আজম, প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ কবির শাওন প্রমুখ। এ সময় শিক্ষা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ্য, করোনার এই কঠিন সময়েও বরাবরের মত মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে উন্নয়ন প্রচেষ্টা। শিক্ষা বৃত্তি ছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের শিক্ষা কার্যক্রমে অবদান রেখে যাচ্ছে সংস্থাটি।