খুলনায় সাংবাদিক পান্নুর উপর হামলা সড়ক অবরোধ, মামলা, নিন্দার ঝড়

0
514

নিজস্ব প্রতিবেদক:
খুলনা ওয়াসার কাজে অনিয়ম-গাফিলতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওয়াসার ঠিকাদার ও পুলিশের হামলার শিকার হয়েছেন একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু। এসময় হামলাকারীরা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন খুলনার সাংবাদিকরা। অপরদিকে এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষী ব্যাক্তির শাস্তির দাবি জানিয়েছেন নানা মহল।
রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নগরীর জোড়াগেট এলাকায় খুলনা-যশোর মহাসড়কে অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান তারা। সড়ক অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এসময় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইয়েদুজ্জামান সম্রাট, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মো. শাহ আলম, দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ার, কেইউজের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মো. রাশিদুল ইসলাম, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, কৌশিক দে, বাপ্পী খান, হাসান আল মামুন প্রমুখ।
এসময় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, সামছুজ্জামান শাহীন, আনোয়ারুল ইসলাম কাজল, এস এম কামাল হোসেন, মো. আনিসুজ্জামান, মুন্সী আবু তৈয়ব, তরিকুল ইসলাম, হাসান আহমেদ মোল্লা, আব্দুল মালেক, দেবব্রত রায়, মহেন্দ্র নাথ সেন, নেয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, জয়নাল ফরাজী, বিমল সাহা, আলমগীর হান্নান, সুনীল দাস, শেখ আল এহসান, প্রবীর বিশ্বাস, এনামুল হক, বাবুল আকতার, লিয়াকত হোসেন-সহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বেলা দেড়টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থলে এসে হামলাকারী ও দোষী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, ডিসি (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডিসি (সাউথ) এহসান শাহ, এডিসি এস এম মনিরুজ্জামান মিঠু, সোনালী সেনসহ কেএমপির পুলিশ কর্মকর্তারা।
এ বিষয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু বলেন, জোড়াগেট এলাকায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মোবাইলে ওই চিত্র ধারণের সময় কর্মরত খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের প্রকৌশলী হঠাৎ আমাকে কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তখন আমি ওই কর্মকর্তাদের নিজেকে বার বার সাংবাদিক বলে পরিচয় দিলেও তারা থামেনি।
তিনি বলেন, এক পর্যায়ে একাত্তর টিভির ক্যামেরাম্যান আরিফুর রহমান সোহেল ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করলে তার ক্যামেরা ভেঙে ফেলা হয়। খবর পেয়ে ট্রাফিক পরিদর্শক (ইন্সপেক্টর) বাশার এসে ওয়াসার পক্ষ থেকে উল্টো হ্যান্ডকাপ পরিয়ে আমাকেই থানায় নেওয়ার চেষ্টা করেন। তবে খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে আমাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে এ ঘটনায় বিকেল ৩টা ৪৫ মিনিটে রকিব উদ্দিন পান্নু বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, সাংবাদিক পান্নুর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা প্রেসক্লাবের নিন্দা:
খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, একাত্তর টিভি’র খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
রবিবার বেলা বারোটায় পেশাগত দায়িত্ব পালনকালে খুলনার জোড়াগেট এলাকায় ওয়াসার ঠিকাদারের লোকজন সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর উপর হামলা করে। পরে পুলিশের অতি উৎসাহী একজন ইন্সপেক্টর তার হাতে হাতকড়া পরিয়ে লাঞ্ছিত করে। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিকের উপর হামলায় যুবলীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন ৭১ এর সাংবাদিক রকিব উদ্দিন পান্নু’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ মহানগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
বিএফইউজে ও কেইউজে’র নিন্দা:
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য, একাত্তর টিভি’র ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর ওয়াসার ঠিকাদার ও পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ, কেইউজে’র সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হাসান কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
কেসিআরএ’র নিন্দা
সংবাদ সংগ্রহকালে ৭১ টিভি’র খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টাস এ্যাসোসিয়শেনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। খুলনা ওয়াসা’র ভিনদেশী ঠিকাদার, কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিক পান্নুর উপর হামলা করে। পরে কেএমপি’র অতিউৎসাহী টিআই বাশার তাঁর হাতে হাতকড়া পরিয়ে লাঞ্ছিত করে। এঘটনার নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কেসিআরএ’র সভাপতি এইচএম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, এসএম কামাল হোসেন ও সুমন আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম-সম্পাদক বিমল কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী, কোষাধ্যক্ষ এমএ জলিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, আহমদ মুসা রঞ্জু, কামরুল হোসেন মনি ও মামুন খান।
খুলনা রিপোর্টার্স ইউনিটি’র উদ্বেগ:
পেশাগত দায়িত্ব পালনকালে ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর ওয়াসার চায়না ঠিকাদার কর্তৃক হামলা এবং ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল বাশার কর্তৃক হ্যান্ডকাপ পরিয়ে তাকে আটকের চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
বিবৃতিদাতারা হলেন- খুলনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক, সহ-সভাপতি কেএম জিয়াউস সাদাত ও আবু হেনা মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক এসএম কামাল ও কোষাধ্যক্ষ কাজী শামীম আহমেদসহ ইউনিটির সদস্যরা।
টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের প্রতিবাদ:
’৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর হামলার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন. খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রবিবার বেলা বারোটায় পেশাগত দায়িত্ব পালনকালে খুলনার জোড়াগেট এলাকায় ওয়াসার ঠিকাদার, কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিক পান্নুর উপর হামলা করে। পরে পুলিশের অতিউৎসায়ি কর্মকতা বাশার তার হাতে হাতকড়া পরিয়ে লাঞ্ছিত করে। এঘটনার নিন্দা ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি শাহজালাল মোল্লা মিলন, সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সম্পাদক আমির সোহেল, কোষাধ্যক্ষ আরিফ বিল্লাহ নির্বাহী সদস্য নিয়ামুল হোসেন কচি, মেহেদী হাসান পলাশ, রকিবুল ইসলাম মতি, আজিজুল ইসলাম, খায়রুল আলম, জাকারিয়া হোসেন তুষার, শেখ জুয়েল, আরাফাত হোসেন অনিক, আমিনুর রহমান নিউটন, আবুল বাশার, মনিরুল ইসলাম সাগর, সোহেল, শেখ রাসেল, সুদীপ, রফিক আলী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির নিন্দা:
পেশাগত দায়ীত্ব পালনের সময় ৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দীন পান্নুর উপর হামলার নিন্দা ও অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার পূর্বক ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র নেতৃবৃন্দ বিবৃতিদাতারা হলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদরউদ্দিন , সাধারন সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকার, সহ-সাধারণ সম্পাদক মুক্তি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম, ক্রীড়া সম্পাদক মোঃ হেলাল ফকির, সাংকৃতিক সম্পাদক মিহির রঞ্জন বিশ্বাস, নির্বাহী সদস্য শেখ মাহমুদ আল হাসান লিমন, মোঃ রাসেল, মোঃ সোহেল হোসেন প্রমুখ ।