খুলনায় গণশুনানি আয়োজন বিষয়ক কর্মশালা

0
263

তথ্য বিবরণী: কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার গঠনে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিবদের নিয়ে দক্ষতা মূল্যায়ন, ওয়ার্ড সভা এবং গণশুনানি আয়োজন নিয়ে দিনব্যাপী এক কর্মশালা বুধবার খুলনার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার গণশুনানির ব্যবস্থা করেছে। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনে তা তাৎক্ষণিক সমাধান করা যায়। এরফলে সেবা প্রদানকারী এবং সেবা গ্রহীতার মধ্যে আস্থা ও সুসম্পর্ক সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান। কর্মশালায় রিসোর্স পারসন্স ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ ইকবাল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের খুলনা জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।