খুলনায় কলেজ ছাত্রীর আত্মহত্যায় মামলার প্রস্তুতি চলছে : অভিযুক্তকে খুজছে পুলিশ

0
1002

খুলনা টাইমস প্রতিবেদক:
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলবিকে সরকারী মহিলা কলেজের ছাত্রী জয়ি মন্ডল (২০) আত্মহত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এয়াড়া কলেজ ছাত্রীকে জন সম্মুখে লাঞ্চিতকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক মির্জা গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহাবুদ্দীন চৌধুরী ঢাকা টাইমসকে এসব কথা জানান।
তিনি বলেন, জয়ি মন্ডলের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা জয়ি মন্ডলের সৎকার শেষে থানায় এসে লিখিত ভাবে মামলা দায়ের করবেন। অভিযুক্ত ইনজামামুল হক মির্জা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।
উল্লেখ, সোমবার সকাল ৯টার দিকে কলেজের হোস্টেলের কক্ষ থেকে ওই ছাত্রীরা ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দাকোপ থানাকে অবহিত করলে পুলিশ দেহ উদ্ধার করে। এর পরপরই জয়ি কেন আত্মহত্যা করল? এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়। মেয়েটির পরিবার এ মৃত্যুর জন্য বাজুয়া এস এন কলেজের ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক মির্জাকে দায়ি করছেন। কলেজ হোস্টেল থেকে বাজুয়া পারে ফিজিক্সের শিক্ষক অরিন্দম স্যারের কাছে পড়তে আসার পথে বাজুয়া এসএন কলেজের ছাত্রলীগ সভাপতি ইনজামামুল হক মির্জা তাকে প্রায়ই উত্যক্ত করতো। রোববার ইনজামামুল হক জন সম্মুখে জয়িকে মারধোর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায় ।