খুবির বিজিই ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

0
418

বিজ্ঞপ্তি: খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেক এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ১৯ জুলাই বিকেল ৪ টায় কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। প্রধান অতিথি বলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আধুনিক বিশ্বের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন। খুলনা বিশ্ববিদ্যালয়ে দেশের মধ্যে ২৪ বছর আগে প্রথম এ বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে। এটা গর্বের বিষয়। তাই দেশে বায়োটেকনোলজি বিষয়ে শিক্ষা ক্ষেত্রে আমরা অগ্রগামী। এ অবস্থান ধরে রেখে সকল ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের নেতৃত্ব দিতে হবে। যারা নতুন শিক্ষার্থী তারা ভাগ্যবান এ কারণে যে, শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ বিশ্ববিদ্যালয় অন্যতম স্থান করে নিয়েছে। তাই এই ঐতিহ্য সমুন্নত রেখে শিক্ষার্থীদেরকে এ বিশ্ববিদ্যালয় থেকে ভবিষ্যৎ জীবন গড়ার সোপান তৈরি করতে হবে, যাতে তারা পরিবার, দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারে। পরে তিনি নবাগত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রায়হান আলী। শিক্ষার্থীদের মধ্যে সাবিনা সুলতানা প্রীতি ও রাহাগীর সালেকীন বক্তব্য রাখেন। এর আগে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।