কাশ্মীর নিয়ে পাকিস্তানের পক্ষে কথা বলায় তুরস্ক সফর বাতিল মোদির

0
314

খুলনাটাইমস ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে কথা বলেছে তুরস্ক। আর তাই নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তুলেছে তুরস্ক। তুরস্কের এমন মন্তব্যের জেরে আপাতত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আঙ্কারা সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।