ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত রবিবার সকালে

0
471

শেখ মোঃ নাসির উদ্দিন, নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:

দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে জিকির আসকার, এবাদত বন্দেগীর মধ্য দিয়ে শনিবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
হেদায়েতী বয়ানের পাশাপাশি চলেছে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান। রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
পরকালের সমৃদ্ধি অর্জনে মুসল্লিদের করণীয় নিয়ে দুদিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বুজুর্গ আলেমরা। ইজতেমায় অংশ নিয়ে আলেমদের সারগর্ভ বয়ানে অনুপ্রাণিত মুসল্লিরা। ইজতেমার কদিন ধরেই টঙ্গী এবং আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।