আশাশুনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

0
260

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এ স্লোগানকে সমানে রেখে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ, পল্লী চেতনা ও এ্যাপেল প্রকল্পের আয়োজনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ভূমি কমিটির সভাপতি ও আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি উত্তরণ শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, সাবেক ইউপি সদস্য কল্যাণী সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, পল্লী চেতনার সমন্বয়কারী কাজী বাবর আলী।