আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীদের পুণরায় আমরণ গণ-অনশন শুরু

0
325

ফুলবাড়ীগেট প্রতিনিধি: আটরা শিল্পাঞ্চলের আলিম ও ইষ্টার্ণ জুট মিলস্ শ্রমিক কর্মচারীরা মজুরী কমিশন সহ ১১দফা দাবীতে ১৫ দিন পর আলোচনা ফলপ্রসু না হওয়ায় পুণরায় আমরণ গণ-অনশন শুরু করেছে। অনশন চলাকালে শ্রমিকরা বলেছেন এবার আর কোন প্রতিশ্রুতি নয়, মজুরী কমিশন না নিয়ে আমরা এখান থেকে উঠবো না। নেতৃবৃন্দরা বলেন ৩ দফা বৈঠক অনুষ্ঠিত হলেও শ্রমিকদের ন্যায্য দাবীর কোন ফয়সালা হয়নি। ইষ্টার্ণ জুটমিলের প্রধান ফটকের সামনে রবিবার বেলা ২টায় অনশন শুরু করে শ্রমিক কর্মচারীরা। আলিম ও ইষ্টার্ণ জুটমিল শ্রমিক কর্মচারীদের অনশন চলাকালে ইষ্টান জুট মিল সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন আলিম সিবিএ সভাপতি মোঃ াইফুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আঃ হামিদ সরদার, মোঃ ইউসুফ আলী, মোঃ আলম হোসেন,মোঃ আমিরুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, আঃ হক মহলদার, হাফেজ আঃ সালাম, আমিরুল ইসলাম, ইজদান আলী, মোজাম্মেল হক, হাসান শরীফ, আঃ রশিদ, আকসার আলী, আঃ মজিদ মোল্ল্যা, শেখ জাকারিয়া, সর্দার আনোয়ার হোসেন, মেহেদী হাসান বিল্লাল, মনিরুল ইসলাম আকুন্জি, শেখ শামিমুল ইসলাম, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আলতাফ হোসেন, হাফিজুর রহমান,বদর উদ্দিন বিশ্বাস, নাজমুল হক প্রমুখ । এদিকে অনশন চলাকালে বাংলাদেশ ওয়াকার্স পার্টি পলিট ব্যুরো সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি কামরুল হাসান শ্রমিকদের ন্যায় সংগত দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।