বর্ণিল আয়োজনে গাজী মেডিকেল কলেজে ‘আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস’ পালিত

0
311

খবর বিজ্ঞপ্তি:
গাজী মেডিকেল কলেজের উদ্যোগে এবং কলেজের চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমানের পৃষ্ঠপোষকতায় রবিবার দিনব্যাপী ‘আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস’ পালিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বঙ্গ কমল বসু এবং প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক শ্বেতকপোত ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং তাঁর নেতৃত্বে ছাত্র-শিক্ষকবৃন্দের এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব। ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সরব উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক ডাঃ রমেন্দ্র নাথ বিশ্বাস, অধ্যাপক ডাঃ দুলাল কৃষ্ণ মন্ডল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ আজকের কার্যক্রমের মধ্য দিয়ে সকল দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে এই আশাবাদ ও প্রত্যয় ব্যাক্ত করেন।