নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে আইন বিভাগের নবীন বরণ

0
749

খুলনা অফিসঃ ২৭সম্প্রতি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের স্প্রিং-২০১৮ এবং সামার-২০১৮ ব্যাচের আয়োজনে ফল-২০১৮ সেমিস্টারে নবাগত ছাত্র-ছাত্রীদের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। আইন বিভাগের প্রধান আরজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফকির আবু হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর এ বি এম রশীদুজ্জামান, রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ রউফ বিশ্বাস এবং ইংরেজি বিভাগের প্রধান মিসেস কামরুন্নাহার শিলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের নিকট আইন বিভাগের সাফল্য ও একাডেমিক বিষয়ের সার্বিক বিষয়গুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তৃতা পর্বের শেষে সম্মানিত অতিথি ও ছাত্র-শিক্ষকবৃন্দের অংশ গ্রহণে কেক কাটা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রেজা ও শ্রাবনী।