সরকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন : মৎস্য মন্ত্রী

0
537

তথ্যবিবরণী : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি সরকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। জাতির পিতা মাদ্রাসা বোর্ড গঠন ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তিনি শনিবার সকালে খুলনার ডুমুরিয়া সাহস ইউনিয়নে প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে সাহস ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করে।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও পরিকল্পিত নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। শিক্ষা, যোগাযোগ, অর্থনীতি, মানবসম্পদ উন্নয়নসহ সকলক্ষেত্রে সফলতার এক মাইলফলক। পদ্মাসেতুর কাজ দ্রুততার সাথে চলছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশকে ভালবাসতে হবে।

সাহস ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদুছের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, সাহস ইউপি চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীন এবং ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি ডাঃ গৌর কিশোর রায় প্রমূখ।

পরে তিনি সাহস ইউনিয়নের কাপালিয়াডাঙ্গা মন্দিরে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। দুপুরে মন্ত্রী প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পল্লীশ্রী কলেজের নতুন চার তলা আইসিটি ভবন উদ্বোধন করেন।