১৫ লাখ কর্মসংস্থান হবে মোটরসাইকেল শিল্পে

0
479

খুলনাটা্ইমস ডেস্কঃ ২০২৭ সালের মধ্যে ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ নিয়ে মোটর সাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা ২০১৮’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের জানান, দেশজ ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশেই নতুন মোটরসাইকেল নির্মাণের জন্য এ নীতিমালায় অনুমোদন দেয়া হয়েছে। যা বিদ্যমান মোটর সাইকেল সংযোজন শিল্পের পরিবর্তে, এখানে বিশ্বমানের মোটর সাইকেল উৎপাদন কারখানা সৃষ্টিতে উৎসাহিত করা হবে।নীতিমালার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, এই খাতে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করােই মূল উদ্দেশ্য। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান পাঁচ লাখ থেকে বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ১৫ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।তিনি আরও জানান, মোটরসাইকেল শিল্পে জিডিপির বর্তমান অবদান ০.৫ শতাংশ রয়েছে। এটা উন্নীত করে ২০২৫ সালের মধ্যে ২.৫ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।