বঙ্গবন্ধু দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন : এড. মিলন

0
377

এইচ এম শহিদুল ইসলাম ,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। ঘাতকরা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সফল প্রধান প্রধান মন্ত্রী। তারই নেতৃত্বে দেশ আজ বিশে^র কাছে রোল মডেল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত শোক সভা ও মিলাদ মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পৌর বাজারের কাপুড়িয়া পট্রি রোডে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সোহরাব হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুগ্ম সম্পাদক বাবু রবিন দত্ত, নাসির উদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আওয়ামলীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, পৌর আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ যুগ্ম আহাবায়ক এ্যাড. তাজেনুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগ নেতা মেজবাহ ফাহাদ, আমিনুল ইসলাম মিলন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, কৃষকলীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ। সভা শেষে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।