পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধার উপর হামলাঃ আটক-১

0
414

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধিঃ খানজাহান আলী থানাধীন গ্যারিশন(লাল পিলার) এলাকায় ঘর ভাড়ার পাওনা টাকা চাওয়ায় বাড়ীওয়ালা বীর মক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ দেলোয়ার হোসেনের(৭২) উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে ভাড়াটিয়া। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মামলা হয়েছে(মামলা নং ৪ তাং ৮/৭/১৮)। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মঈনুদ্দিন(৪৫)কে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও মামলা সুত্রে জানাগেছে, খানজাহান আলী থানাধীন গ্যারিশন(লাল পিলার) এলাকায় বীর মুক্তিযোদ্ধা আলহ্জা মোঃ দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মোঃ মঈনুদ্দিন দীর্ঘ ৬ মাসের বাড়ী ভাড়া না দিয়ে তালবাহানা করতে থাকে। গত ১ জুলাই ছয় মাসের বাড়ী ভাড়া বাবদ পাওনা ১২ হাজার টাকা না দিয়ে বাড়ী ছেড়ে চলে যায়। এই নিয়ে কয়েক দফা শালিশী বৈঠক বসে। মুৃক্তিযোদ্ধা শনিবার সন্ধ্যা ৬টার বাড়ী ভাড়ার টাকা চাইতে গেলে তাকে ভাড়াটিয়া মোঃ মঈনু্িদ্দন ও তার পরিবারের সদস্যরা মারপিট করে। আহত মুক্তিযোদ্ধাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার ছেলে কায়ছার হোসেন রানা বাদী হয়ে খানজাহান আলী থানায় মঈনুদ্দিন(৪৫), তার স্ত্রী জিন্নাত বেগম(৪০) এবং তার মেয়ে মেরী বেগম(২২) কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। খানজাহান আলী থানা পুলিশ অভিযুক্তি মঈনুদ্দিনকে আটক করেছেন। ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তিযোদ্ধার উপর হামলাকারীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম রেজওয়ান আলীসহ নেতৃবৃন্দ।