এরিয়ারসহ পাওনা অবিলম্বে পরিশোধের দাবী পাটকলের বদলি শ্রমিকদের

0
197

খবর বিজ্ঞপ্তি:
অবিলম্বে সকল বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকলের বদলি শ্রমিকদের পাওনা পরিশোধ এবং রাষ্ট্রীয় মালিকানায় মিল পুনরায় চালু করার দাবী জানিয়েছে প্লাটিনাম জুবিলী জুট মিলের বদলি শ্রমিকবৃন্দ। বুধবার বিকেল ৪টায় খুলনা হার্ডবোর্ড মিল গেটস্থ খালিশপুর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্লাটিনাম জুবিলী জুট মিলস বদলি শ্রমিক কমিটির ডাকে এক আলোচনা সভায় এই দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দ। কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আল আমিনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নাণ্টু, প্লাটিনাম জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য’র সংগঠক রুহুল আমিন, বদলি কমিটির উপদেষ্টা শহীদুল ইসলাম গিয়াস। বদলি শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেনÑকমিটির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, ষ্টার জুট মিল বদলি শ্রমিক কমিটির সভাপতি হামজা গাজী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ষ্টার জুট মিল শ্রমিক হাজিরায় কর্মরত কর্মচারী কমিটির সভাপতি আলতাফ হোসাইন, প্লাটিনাম জুট মিল কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাফিক, প্লাটিনাম জুট মিল বদলি কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মনু, প্রচার সম্পাদক শেখ মোঃ একলাছ, সহ-সম্পাদক মিণ্টু গাজী, মহিলা সম্পাদিকা লাকী বেগম, মোঃ রবিউল, রফিকুজ্জামান, মামুন হোসাইন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সরকার একতরফাভাবে সকল রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করে দেয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। শ্রমিকরা এখন অমানবিকভাবে জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। পাটকল বন্ধ করার পর ৭ মাস অতিবাহিত হলেও এখনও বদলি শ্রমিকরা সরকারের প্রতিশ্রæত এরিয়ারসহ কোনো পাওনা অর্থ পায়নি। এমতাবস্থায় ন্যায্য পাওনার দাবীতে আন্দোলনে নামা ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। নেতৃবৃন্দ বলেন, আগামী ২১ ফেব্রæয়ারির মধ্যে বদলি শ্রমিকদের টাকা পরিশোধের কোনো সুনির্দিষ্ট ঘোষণা না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে বেকারত্ব নিরসনে সকল রাষ্ট্রায়ত্ব মিল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবী জানা নেতৃবৃন্দ।