বটিয়াঘাটায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা মূলক উঠান বৈঠক

0
219

বটিয়াঘাটা প্রতিনিধি:
সভ্য জাতি ও আদর্শ পরিবার গড়ে তুলতে হলে মা-ই হলো প্রথম শিক্ষক। প্রত্যেক মা যদি সদা সতর্ক থাকেন তাহলে প্রতিটি পরিবার কেন সমাজও সভ্য হয়ে গড়ে উঠবে। এমনি কথাগুলি উঠে এসেছে বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জলমা নারী বিকাশ কেন্দ্রে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা মূলক উঠান বৈঠকের অনুষ্ঠানে। বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায় সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, থানার প্রতিনিধি এসআই স্বপন পাল, ইউপি সদস্য বিপ্রদাস ঠিকাদার ও তপতী বিশ্বাস, তথ্যসেবা সহকারী ইরানী আক্তার। বক্তৃতা করেন নারী নেত্রী প্রতিভা বিশ্বাস, রীতা রায়, সুচিত্রা রায়, মঙ্গলী রায়, কনিকা রায়, কনকলতা রায় প্রমূখ।