স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার -সাংসদ বাবু

0
283

কয়রা প্রতিনিধি:
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার। এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন। অনেক ঝুঁকি নিয়ে দুঃসাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন। আমরা বিশ্বাস করি, জনগনের জন্য কাজ করতে হলে পরস্পরকে বুঝতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের হল রুমে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ত্রাণ ও সমাজ কল্যাণ সেল কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হাই ফ্রো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের হাত ধরে আমরা আজ সুস্থ জাতি হিসেবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে জাতীয় প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছি। এক দিকে যেমন আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে মহাকাশে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেছি, অন্যদিকে মাতৃমৃত্যু হার, শিশুমৃত্যু হার কমিয়ে অর্জন করেছি আন্তর্জাতিক সম্মান; পেয়েছি এমডিজি পুরস্কার, সাউথ সাউথসহ বহু আন্তর্জাতিক পুরস্কার। এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে-ই আলম সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আমাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমির আলী গাইন, আওয়ামী লীগ নেতা নির্মল কুমার দাশ, জহুরুল হক জুয়েল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।