নারী কর্মীদের শ্লীলতাহানির অভিযগে থানায় রুদ্রনীল

0
626

টাইমস ডেক্স: বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে বিজেপি প্রার্থী হয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার নির্বাচনি প্রচারে নারীকর্মীরা শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে আলিপুর থানায় এই অভিযোগ করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, থানায় হাজির হয়ে রুদ্রনীল ঘোষ অভিযোগ করেনÑআলিপুরের গোপালনগরের মুখে ২০-২৫ জন দুষ্কৃতিকারী বিজেপি কর্মীদের মারধর করে ও নারীকর্মীদের শ্লীলতাহানি করেছে। বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ জানিয়েছেন রুদ্রনীল। এ অভিনেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। এর আগে চেতলা থানায় একই অভিযোগ করেছিলেন রুদ্রনীল। কয়েকদিন আগে আবার ভবানীপুরের ল্যান্সডাউন মার্কেটের কাছে প্রচারের সময় তাকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রুদ্রনীলের। সেই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিনেতার দাবিÑতৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে মানুষ একজোট হতে চাইছেন। যেদিন থেকে আমি প্রচারে বেরিয়েছি, সেদিন থেকে মানুষ স্বতঃস্ফ‚র্তভাবে স্বাগত জানাচ্ছেন। আর এটা তৃণমূলের মানুষ সহ্য করতে পারছেন না। আর এ কারণে এমন ঘটনা ঘটাচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে ভবানীভবনের সামনে অনশনে বসব।